নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর মুলাদী পৌরসভা মাঠে পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র ১নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আঃ ছত্তার খান।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মুলাদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবিদুর রহমান শরীফ,মশিউর রহমান বেলাল,রুহুল আমিন মাষ্টার,বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লিপি নাসরীন,সফিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এসকান্দার বাঘা।
গাছুয়া ইউনিংয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ লালন সিকদার,নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনছার উদ্দিন মাষ্টার, চরকালেখান ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোস্তফা কামাল লিটু, কাজিরচর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী প্যাদা।
মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আক্তার হোসেন আকন, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান বেপারী, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন খান,সাবেক ছাত্রনেতা দুলাল হোসেন মল্লিক ও সাবেক ছাত্রনেতা সান্টু হাং প্রমুখ।