1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 4, 2025, 10:57 am
শিরোনাম :
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক নড়াইলে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের যোগদান। ভারতের নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদি পতন নড়াইলের কালিয়া উপজেলাতে ২০০ শতাধিক কৃষকের মুখে হাসি ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগে শিক্ষার্থীদের ক্ষোভ যে সরকার পালিয়ে যায় সে আর ফিরে আসে না ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকীতে -সেলিমুজ্জামান সেলিম তারেক রহমানের প্রত্যাবর্তন কেন প্রয়োজন মনোহরদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় গোপালগঞ্জে কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ

ভারতের নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদি পতন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
  • সময়: Thursday, September 4, 2025,
  • 14 Time View

আর্ন্তজাতিক নিউজঃ

ভারতে নরেন্দ্র মোদি সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায়, অযোধ্যার রামমন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডর-অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে।

কিন্তু সর্বশেষ ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই, বরং ধীরে ধীরে কমছে।

২০২১ সালে যেখানে তার সমর্থন ছিল ৭০ শতাংশ, ২০২৫–এ এসে তা দাঁড়িয়েছে ৫৮ শতাংশে, এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদি পতনের ইঙ্গিত।

শুধু তাই নয় ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ছয় মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০ শতাংশ,এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা।

গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে, গত বছর ৪২ শতাংশ মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে, এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ শতাংশ, মাত্র ৩৯ শতাংশ বলছেন কোনো হুমকি নেই।

এর বাইরে ৪৬ শতাংশ মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে, ৪৩ শতাংশের মতে রাজ্যপালরা বিরোধী রাজ্যে রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন।

আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার তিন বছরে ৫৫ শতাংশ থেকে নেমে ৩৮ শতাংশে ঠেকেছে,এই সংখ্যাগুলো স্পষ্ট করে দিচ্ছে সমাজে এক ধরনের অস্বস্তি কাজ করছে।

দুর্নীতি নিয়েও মোদি সরকারের রেকর্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে, ৪৭ শতাংশ মনে করছেন দুর্নীতি দমনে বিজেপি ব্যর্থ,আর এর বিপরীতে কংগ্রেসকে ৬৬ শতাংশ প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে।

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে,৫০ শতাংশ মানুষ তার কাজকে ইতিবাচক বলেছেন, ২৮ শতাংশ একে অসাধারণ মনে করেছেন,এত বড় সমর্থন রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য।

অর্থনীতির প্রশ্নে মোদি সরকারের প্রতি আস্থা দ্রুত কমছে। একসময় মোদি বনাম মনমোহন সিংয়ের মধ্যে ব্যবধান ছিল অনেক,কিন্তু এবার ব্যবধান প্রায় নেই।

মোদি পেয়েছেন ৪৫ শতাংশ, মনমোহন ৪৩ শতাংশ,৫৬ শতাংশ মানুষ মনে করছেন ধনীরা সবচেয়ে বেশি লাভবান, ৫০ শতাংশ বলছেন সাধারণ মানুষের তেমন সুবিধা হয়নি, ৫৪ শতাংশ জানিয়েছেন ব্যবসা শুরু ও চালানো এখনও দুরূহ।

এর সঙ্গে যোগ হয়েছে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সংকট, ৭২ শতাংশ বেকারত্বকে প্রধান সমস্যা মনে করেন, ৯২ শতাংশ বলছেন ব্যয় বেড়েছে,সংসার চালানো এখন কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এই সমীক্ষা বলছে মোদি সরকারের সাফল্যের প্রতীক এখন মূলত রামমন্দির নির্মাণ ও বড় ধর্মীয় প্রকল্পগুলো, কিন্তু অর্থনীতি,কর্মসংস্থান,সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধে জনগণের আস্থা কমছে।

বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস আবার দৃঢ় হচ্ছে,আর জনমত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে আসন্ন সময়ে ভারতের রাজনীতিতে মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছেন।

দেশ ও বিদেশের সংবাদ পেতে ওয়েবসাইট দেখুন…www.durantotv24.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host