রিপোর্টারঃ বরগুনা প্রতিনিধি-সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক মো. ইফতি হাসান ইমরান জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন- তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম,কিশোর গ্যাং সদস্য সাকিল, রাকিবুল ইসলাম ও অলি হাওলাদার।
ভুক্তভোগী ফরহাদ ইসলাম জয় জানান, ২০১৬ সালে লাইজুর সঙ্গে তার বিয়ে হলেও দীর্ঘ ছয় বছর স্ত্রী বিদেশে ছিলেন। অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার কারণে গত ২৫ জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়।এরপর থেকেই লাইজু তাকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
রবিবার সন্ধ্যায় লাইজু মুঠোফোনে জয়কে জানায়, তাদের কন্যা সন্তান বাবার সঙ্গে কথা বলতে চায়।সরল বিশ্বাসে জয় উতসিতলায় গেলে লাইজু ও ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং বেদম মারধর শুরু করে। স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হলেও হামলাকারীরা তার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনায় জয় নিজে বাদী হয়ে সোমবার সকালে আমতলী থানায় মামলা করেন।ওই রাতেই গ্রেপ্তারকৃত সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে মূল হোতা লাইজু বেগমসহ আরও দুইজনকে পুলিশ আটক করে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।হত্যা চেষ্টা গ্রেপ্তার বরিশাল বরগুনা আমতলী