1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 10, 2025, 8:54 pm
শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরীর মতবিনিময় নড়াইলে ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে “প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার বগুড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য রাঙামাটিতে দিনটি পালিত নড়াইলের লোহাগড়ায় গ্রামের পূর্ব শত্রুতায় একজনকে কুপিয়ে জখম। বরগুনার আমতলীতে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার  নড়াইলের লাহুড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ১জন খুলনা নগরীতে সন্মিলিত হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী, চিকিৎসক,শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন কালিয়ায় ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতিক বিজয়ের লক্ষে জনসভা অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে এস.এস.সি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরীর মতবিনিময়

রিপোর্টার:
  • সময়: Tuesday, September 9, 2025,
  • 44 Time View

এস আর সাকিল-নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতপুর উপজেলার সভাপতি ও ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সাবেক সাংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ ছালেক চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে ডাঃ ছালেক চৌধুরীর নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রোপট নিয়ে খোলামেলা আলোচনা করেন।

‎সভায় ডাঃ মোঃ ছালেক চৌধুরী বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি ১৯৯০সাল থেকে রাজনীতি শুরু করি। তখন নিয়ামতপুরে কোন বিএনপির সংগঠন ছিল না। আমি উপজেলার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে সংগঠন তৈরী করেছি। আমি প্রথম নির্বাচন করি ১৯৯৬ সালে।

প্রথম নির্বাচনেই আমি এমপি নির্বাচিত হয়। পর পর তিনবার নির্বাচিত হই। আমি নির্বাচিত হয়ে উপজেলার ব্যাপক উন্নয়ন করি। বিদ্যুতের গ্রীড, ফায়ার সার্ভিস, নিয়ামতপুর টু তারেক জিয়ার মোড়, নিয়ামতপুর টু ধানসুরার মোড়, নিয়ামতপুর টু চৌবাড়িয়া, নিয়ামতপুর টু গাবতলী হয়ে ছাতড়া আমি রাস্তা তৈরী করি। আমি গভীর নলকূপ স্থাপন করি। গভীর নলকূপে বিদ্যুতায়ন করি। নিজের কোন উন্নয়ন করি নাই। টাকার প্রতি আমার কোন লোভ নাই। আমার নাম ব্যবহার করে কিছু কিছু ব্যক্তিরা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। আমি জানতে পারলে তা প্রতিহত করেছি। সম্প্রতি নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মার্কেট নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে এসেছিল মার্কেট তৈরীর বিষয়ে কথা বলতে। আমি আমার রোগী দেখার জন্য দুটি রুম তার কাছে চেয়েছি। তাদের শর্ত মোতাবেক টাকাও দিয়েছি। জোর করে কোন রুম নেই নাই। প্রভাব ও খাটাই নাই।
তিনি আরো বলেন, আমি সব সময় এলাকার উন্নয়ন করি। আমি ৪৬, নওগাঁ-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ”‎তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। বিএনপি মতায় এলে নিয়ামতপুর উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।”

‎সভায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাঃ মোঃ ছালেক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host