1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 4, 2025, 10:57 am
শিরোনাম :
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক নড়াইলে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের যোগদান। ভারতের নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদি পতন নড়াইলের কালিয়া উপজেলাতে ২০০ শতাধিক কৃষকের মুখে হাসি ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগে শিক্ষার্থীদের ক্ষোভ যে সরকার পালিয়ে যায় সে আর ফিরে আসে না ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকীতে -সেলিমুজ্জামান সেলিম তারেক রহমানের প্রত্যাবর্তন কেন প্রয়োজন মনোহরদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় গোপালগঞ্জে কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ

নড়াইলের কালিয়া উপজেলাতে ২০০ শতাধিক কৃষকের মুখে হাসি

সোহানা পারভীন জনি
  • সময়: Thursday, September 4, 2025,
  • 29 Time View

রিপোর্টারঃ সোহানা পারভিন জনি- কৃষকদের একটি ভালো উদ্যোগে বদলে গেছে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকার ১২৫ একর জমির কৃষি ব্যবস্থা। প্রায় ২০ পর বোনা আউস ও আমন ধানের ব্যাপক ফলন হয়েছে।এতে ২০০ শতাধিক কৃষকের মুখে হাসি ফুটেছে।এ অঞ্চলের কৃষকদের উঠোনজুড়ে এখন পাকাধানের ঘ্রাণ।ধানকাটাসহ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

এ এলাকার কৃষক ইসরাইল শেখ পাঁচ একর জমিতে আউস ধান চাষাবাদ করেছেন।তিনি বলেন,২০ বছর পর জমিতে ধান চাষাবাদ করতে পেরে খুশি হয়েছি।ফলনও ভালো হয়েছে।

এছাড়া আফজাল শেখ,কিবরিয়া মোল্যা,সুরত ম্যোলা দুই একর জমিতে আমন ধান এবং খাজা মজুমদার পাঁচ একর জমিতে আমন চাষ করেছেন।তারা বলেন,চিত্রা নদী থেকে লবণাক্ত পানি বিলে প্রবেশ করায় দীর্ঘ ২০ বছর ধরে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বিলসহ পাশের অভয়নগর(যশোর)উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি বিল,আমতলা বিল এবং শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর,ইছামতি বিলে আউস ও আমন ধান চাষাবাদ করা সম্ভব হতো না।

এ পরিস্থিতিতে কালিয়া প্রেসক্লাবের সভাপতি পিরোলী গ্রামের সন্তান গোলাম মোর্শেদ শেখ এ অঞ্চলের কৃষকদের উবৃদ্ধ করে নদী থেকে লবণাক্ত পানি বিলে প্রবেশ বন্ধে উদ্যোগ গ্রহণ করেন।

প্রায় পাঁচ মাস আগে গোলাম মোর্শেদ শেখ কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান এবং তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা বিভা মল্লিককে এ এলাকার ১২৫ একর জমি অনাবাদী থাকায় বিষয়টি অবগত করেন।ইউএনও এবং কৃষি কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে নদী থেকে লবণাক্ত পানি বিলে প্রবেশ বন্ধে ব্যবস্থা নেন।এরপর পিরোলী বাজারের পাশে চিত্রা নদীর মোহনায় স্লুইচগেটটি বন্ধ করে দেয়া হয়।

এদিকে,অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান আবুল কাসেম ও শুভরাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হককে বিষয়টি অবগত করা হলে তারাও অনুপ্রাণিত হয়ে তিনটি স্লুইচগেট বন্ধ করে দিলে বিলে লবণাক্ত পানি ঢোকা বন্ধ হয়ে যায়।এর ফলে এ অঞ্চলের ২০০ শতাধিক কৃষক প্রায় ২০ বছর পর পিরোলী,নাউলি,আমতলা,গোপীনাথপুর ও ইছামতি বিলে বোনা আউস এবং আমন ধান চাষাবাদের সুযোগ পান।

পিরোলী ও সিদ্ধিপাশার চন্দ্রপুরবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এ ধরণের উদ্যোগ সফল হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।

কৃষক অনিল সেন,মিঠুন সরদার,অতুল বিশ্বাস,পঙ্কজ অধিকারী.নাজমুল শেখ,মুসাদ শেখ,মামুন শেখ,বিরু খান, আক্কাস ফকির, হাজী মোফাজ্জল শেখ,শহীদ শেখ, সাখাওয়াত শেখসহ অনেকে বলেন,নদী থেকে লোনা পানি বিলে ঢোকা বন্ধ হওয়ার পর এলাকায় মাইকিং করে ধান চাষাবাদে কৃষকদের অনুপ্রাণিত করা হয়।ফলে কৃষকেরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছেন।আউস ও আমন ধানের ভালো ফলন হওয়ায় আগামিতেও এই বিলে কৃষকেরা চাষাবাদ করবেন বলে জানিয়েছেন।

বয়োবৃদ্ধ কৃষক আব্দুল হান্নান শেখ (৮০),আব্বাস শেখ (৬০),গোলাম মোস্তফা মোল্যা ও মেইলজার শেখ (৮০) বলেন,বাপ-দাদারা এই বিলে আমন ও আউস ধান চাষ করেছেন। আমরাও বড় হয়ে করেছি।তবে ২০ বছর ধরে নদী থেকে লোনা পানি বিলে ঢোকায় জমির উর্বরতা নষ্ট হয়ে যায়।

বিগত বছরগুলোতে এক শ্রেণির অসাধু জেলেরা এলাকার প্রভাবশালীদের সাথে নিয়ে ধানের মওসুমে স্লুইচগেটটি খুলে রাখায় লবণাক্ত পানি ঢুকে বিল সয়লাব হয়ে যেত। টেংরা,ভেকটি,বেলে,ফাইসাসহ নদীর বিভিন্ন প্রজাতির মাছ পাওয়ার লোভে এলাকার প্রভাবশালীদের সঙ্গে নিয়ে জেলেরা স্লুইচগেট খুলে রাখত।যাতে নদীর মাছগুলো বিলে সহজে প্রবেশ করতে পারে।এ কারণে বিল লোনাপানিতে সয়লাব হয়ে যায়।ফলে আমন ও আউস ধান চাষাবাদ বন্ধ হয়ে যায়।

এবার সাংবাদিক,উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় চলতি মওসুমে আউস ও আমন ধান চাষাবাদ করেছি।ভালো ফলনের পাশাপাশি বিছালীর(খড়) অভাব দুর হয়েছে।এছাড়া বিলে বিভিন্ন প্রজাতির দেশি মাছের উৎপাদন বেড়েছে।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান বলেন, কৃষকদের দাবির প্রেক্ষিতে পিরোলী অঞ্চলে নদী থেকে বিলে লোনাপানি প্রবেশ বন্ধে উপজেলা প্রশাসন, কৃষি ও মৎস্য অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় কৃষকরা আউস ও আমন ধান চাষাবাদে সফল হয়েছেন।কৃষকরা এর সুফল পেয়েছেন বলে আমরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host