1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
September 19, 2025, 7:39 am
শিরোনাম :
নড়াইল পুলিশ সুপার মহোদয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কাশিয়ানীতে সরকারি কলেজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে মানববন্ধন নড়াইলে লক্ষ্মীভান্ডারে দেশীয় অস্ত্র মদ সহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী  সোনার দরে পতন ক্রেতাদের মুখে হাসি,জেনে নিন ১ গ্রামের দাম গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় সিমান্ত (১৭)নামে এক হেলপার নিহত সহবাসে নারীর শরীর থেকে ৪০ রকমের মজা পাওয়া সম্ভব !! কাশিয়ানীর প্রবীণ সাংবাদিক মোল্লা জামান বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা নড়াইল ডিবি কর্তৃক ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা  আরজেএফ’র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন রেজাউল ইসলাম

কাশিয়ানীতে সরকারি কলেজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে মানববন্ধন

সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি
  • সময়: Thursday, September 18, 2025,
  • 69 Time View

রিপোর্টারঃ সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি–গোপালগঞ্জ কাশিয়ানীর রামদিয়া সরকারী শ্রীকৃষ্ণ কলেজের প্রধান ফটকের সামনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল এগারো টায় কলেজের জমি বেদখল, অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় কলেজের শিক্ষক -শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন সহ প্রায় দেড়শতাধিক ব্যক্তি এ মানববন্ধনে অংশ নেয়। কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান লেখা সম্বিল প্লেকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান দখলদারদের উদ্দেশ্যে বলেন-যদি কলেজের এক ইঞ্চি জায়গা নিয়ে থাকেন তবে ছেড়ে দেন, ডিসিআর দিয়েছে ডাকবাংলো যায়গা দেখিয়ে জেলা পরিষদ,সেই ডাকবাংলোই কলেজের যায়গায়,তাদের কোন অধিকার নেই ডিসিআর দেওয়ার,আমাদের ছাত্র ছাত্রীরা তাদের কলেজের যায়গার অধিকার আদায়ে আইন হাতে তুলে না নেয়,সেজন্য কোন উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই শান্তিপূর্ণভাবেই আপনারা এর ব্যবস্থা নিবেন,পরবর্তীতে আমরা আর রাস্তায় নেমে মানববন্ধন করতে চাই না।

বক্তব্য তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য জানান-এর আগে এ প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে কলেজের ভূসম্পত্তি রক্ষার্থে মামলা পরিচালনাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষে “জমি-জমা রক্ষণাবেক্ষণ ও তদারকি কমিটি”গঠন করে। কমিটি সাংবাদিকসহ এলাকার সুধীজন,উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়ের পর জেলা প্রশাসক মহোদয়ের সাথে ১০.৯.২০২৫ খ্রি. তারিখ কলেজের ভূমি রক্ষার্থে এক আলোচনা সভা করা হয়।

সভায় জেলা প্রশাসক মহোদয় জমি-জমা সংক্রান্ত অভিযোগ আমলে নিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাশিয়ানী ও এসিল্যান্ড মহোদয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।জেলা প্রশাসক মহোদয় দ্রুততম সময়ের মধ্যে কলেজের সকল সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শুরু করার জন্য উক্ত কর্মকর্তাদ্বয়কে মৌখিক নির্দেশনা প্রদান করেন।কমিটি কলেজ প্রশাসনের মাধ্যমে ১০.৯.২০২৫ খ্রি. তারিখে কলেজের জমি অবৈধভাবে স্থাপনা করে দখলকারীদের ৭ (সাত)দিনের মধ্যে স্থাপনা ভেঙ্গে জায়গা খালি করার জন্য নোটিশ প্রদান করে।কিন্তু সংশ্লিষ্ট কেউই কলেজের জায়গা হতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি।

এসময় সহযোগী অধ্যাপক মুনসুর আহমেদ,প্রভাষক জাহিদুল ইসলাম,রামদিয়া বাজার ব্যবসায়ি ও অত্র কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুল মান্নান ফকির,বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আরমান মোল্লা,সোহাগ শরীফ প্রমুখ কলেজের অবৈধ দখল স্থপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ কলেজের বে-দখল জমির বিবরণ ও দখলদাররা হচ্ছেন রামদিয়া মৌজায় বি আর এস ৩৭৮, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৩৮২, ৪২১, ৪২২, ৪২৩, ৪২৬, ৪২৭ ও ৪২৮ নং দাগের জমি যা ২৭.৫.১৯৪২ খ্রি. তারিখে হরিবর বিশ্বাস, পিং মৃত রামচরণ বিশ্বাস ১৬৯১ নং দলিলে সি এস ৩৩৯ ও ৩৪১ (আর এস/এস এ দাগ ৬৬৪ ও ৩৬৮) নং দাগের (২৯+৩৬) ৬৫ শতাংশ ভূমি এবং যোগেন্দ্র নাথ বিশ্বাস, পিং মৃত দূর্গাচরণ বিশ্বাস ১৬৯০ নং দলিলে ৩৪০, ৩৪৫ (আর এস/এস এ দাগ ৬৬৩ ও ৬৪৪) নং দাগের (৪০+৯৫) ১৩৫ শতাংশ ভূমি রামদিয়া হিন্দু পরিষদের ট্রাস্টির সদস্য বরাবর রামদিয়া কলেজ নির্মাণের জন্য রেজিস্ট্রি করে দেন।আবার হিন্দু পরিষদের ট্রাস্টির সদস্যবৃন্দ এই ভূমি কলেজটি সরকারিকরণের সময় ৭.২.১৯৮৫ খ্রি. তারিখে ৭৭৫ নং দলিলে শিক্ষা মন্ত্রণালয়ের বরাবর রেজিষ্ট্রি করে দেন।

এমতাবস্থায় মানববন্ধনের মাধ্যমে সরকারি নির্দেশনা মোতাবেক রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের প্রধান গেটের সামনে কলেজের জমিতে স্থাপিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানিয়েছেন মানববন্ধনে অংগ্রহনকারী সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host