নিজস্ব প্রতিবেদকঃ-রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণের বৃহত্তর ডেমরা ( যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী,ডেমরা থানা নিয়ে গঠিত) সদস্য সাংবাদিকদের জন্য গণমাধ্যম ও সাংবাদিকতার মৌলিক ধারনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবং ২য় পর্বে আরজেএফ এর সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও প্রশিক্ষণক ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান ও আরজেএফ এর উপদেষ্টা লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ সম্পাদক পরিষদের মহাসচিব ওমর ফারুক জালাল, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেওর) মহাসচিব মোঃ শামসুল আলম, ডেমরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর ভাইস- চেয়ারম্যান কবি জামান ভুইঁয়া, মাহবুব আরা দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইফুল ইসলাম, জনকল্যান সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম প্রমুখ।
এ প্রশিক্ষণে স্থানীয় প্রায় ৪০ জন সংবাদকর্মী অংশ গ্রহন করেন। ২য় পর্বে কাউন্সিলের মাধমে মোঃ জুয়েল মিয়াকে সভাপতি, মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ এনামুল হাসান খানকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ সজিবকে অর্থ সম্পাদক করে বৃহত্তর ডেমরা থানা আরজেএফ এর কমিটি ঘোষণা করা হয়।