সিলেট প্রতিনিধিঃ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগী,জেলা ও গোলাপগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে রনি হত্যার প্রতিবাদে ১৭ আগস্ট রবিবার দুপুর ১২ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লায়েক আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশননের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল খান।
বক্তব্যে তিনি বলেন,গোলাপগঞ্জ মডেল থানা রনি হত্যার আসামি ধরতে ব্যর্থ হয়েছে। গত ৮ দিন আগে সন্ত্রাসী রাজু ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে রনি কে খুন করে।কিন্তু প্রশাসন এ ঘটানায় নীরব কেন,ফেসবুক লাইভে রাজু বারবার স্বীকারোক্তি দিয়ে বলেছে সে রনিকে খুন করেছে। তারপরও সন্ত্রাসী রাজু কে প্রশাসন ধরতে ব্যর্থ হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ ৭২ ঘণ্টার মধ্যে খুনী রাজুকে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার সভাপতি, সাংবাদিক বাবুল খান মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহান উদ্দীন নাজু,গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক সেলিম আহমদ,সহ-সভাপতি জুবের আহমদ,সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লায়েক আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিলাক আহমদ, দপ্তর সম্পাদক তাবারক আলী,সহ দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,সহ অর্থ সম্পাদক জুবের আহমদ,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আফজল আহমদ,সহ দুর্যোগ ত্রাণ বিষয়ক সম্পাদক হেলাল আহমদ,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলু রঞ্জন দাস, সদস্য এমাদ উদ্দিন প্রমুখ।