রিপোর্টারঃ রংপুর প্রতিনিধি- রংপুরের তারাগঞ্জে শনিবার (২৩ আগস্ট) ১০ টার সময় রংপুর তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান তিনি বলেন,স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে।কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন,স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন,অধ্যাপক ডা.মো.আবু জাফর, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা।ডা.শাহীন সুলতানা, সিভিল সার্জন রংপুর। এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হামদুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।