রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা তারাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে তারাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু,কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সরকার, সিনিয়র সহ-সভাপতি আসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর আমিন সরকার,ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন আইয়া কাজল,যুগ্ম আহবায়ক রজব আলী সরকার সুজন, আহবায়ক সদস্য মেজবাউল হাসান খান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ও কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল মাহমুদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী উপস্থিত ছিলেন।