রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সিনিঃ সহ সভাপতি মোঃ রফিকুল মোল্যা।
আজ শুক্রবার ১৫ আগস্ট ২৫ইং বিকাল ৪টার সময় নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অফিসে তিনি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,সিনিঃ সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সহ সভাপতি মোঃ বাবু চৌধুরী,সাঃসম্পাদক মোঃ উলফাদ শেখ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোরহাব মোল্যা,সহ প্রচার সম্পাদক মোঃ শরিফ মোল্যা সহ আর অনেকে।
শ্রমিকদলের সিনিঃ সহ সভাপতি মোঃ রফিকুল মোল্যা দোয়া মাহফিলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন।আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।
মোঃ রফিকুল মোল্যা বলেন আমি দীর্ঘ দিন যাবত বিএনপি দলকে ভালোবাসি এবং বিএনপি পরিবার হিসেবে পরিচিত।যতদিন বেঁচে আছি ততদিন বিএনপি দল করে যাবো ইনশাআল্লাহ।তিনি আরো বলেন বিগত সরকারের আমলে ১৫ আগষ্ট আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে দেয় নাই।আজ বাংলাদেশের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে জন্মদিন পালিত হচ্ছে উৎসবমুখরভাবে।