রিপোর্টারঃ খুলনা প্রতিনিধি- উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে নাগরিক ফোরামের আয়োজনে পাইকগাছার উপজেলার গদাইপুর বাজারে ২২শে আগস্ট শুক্রবার মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে, এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,খুলনা-৬ আসনের সম্ভাব্য বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব রফিকুল ইসলাম রফিক।মানববন্ধনে বক্তারা খুলনা- ৬’ এ যাহারা লুটপাট ও টেন্ডারের নামে ভাওতাবাজি করে রাষ্ট্রের সম্পদ পাচার করেছে তাদের গ্রেপ্তার ও অবিলম্বে প্রধান সড়ক সংস্কার,টেকসই বেড়ীবাঁধ নির্মানে জোর দাবী জানান।