ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা মডেল মসজিদ চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আসসাব মুন্সি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ওলামা দলের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমীন।
মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘ জীবন কামনা করি।