চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্রসহ যুবলীগ নেতা মো. মিজান (৩০)কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯ আগস্ট (শুক্রবার)গভীররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দনাইশ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়,যুবলীগ নেতা মো. মিজানের নিকট অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে নজরদারিতে রাখা হয় মিজানকে।দীর্ঘ ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বেগত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে যুবলীগ নেতা মো.মিজানকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি মতে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়,তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে,তার দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা রয়েছে।এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন,আটককৃত মিজানের নিকট থেকে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করে থানায় অস্ত্রসহ তাকে সোপর্দ করে।
এ ব্যাপারে মিজানের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে গতকাল ৩০ আগস্ট অস্ত্র মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।