আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।এরমধ্যে ১৮হাজার ৮৮৫জনই শিশু।গাজা সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়,গাজায় শিশুদের জন্য আর কোনো স্হানই নিরাপদ নয়।ইসরায়েলের অবরোধ খাদ্য ও ঔষুধের সংকট তীব্র হওয়ায় ক্ষুধা ভয়াবহ রূপ নিয়েছে।
জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো বস্তিচ্যুত ফিলিস্তিনি।ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে,গত পাঁচ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙ্গে হামলা গুরুর পর থেকে প্রতি মাসে গড়ে ৫৪০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।জাতিসংঘের সতর্কবার্তার মধ্যেই মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এর মধ্যে আটজন নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফের খাদ্য বিতরন কেন্দ্রের নিকটে।
গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে খান ইউনিসে বাস্তচ্যুতদের তাবুতে হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।দেইর আল বালাহর একটি তাবুঁতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়।
এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েল গাজা সিটিতে আক্রমন জোরদার করেছে।জয়তুন এলাকায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে,আহত হয়েছে আরও অনেকে।দক্ষিণ গাজায় বাড়িঘর উড়িয়ে দেওয়া হয়েছে এবং পূর্বের তুফফাহ এলাকায় ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে।
অন্যদিকে কাতার জানিয়েছে হামাস একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।