রিপোর্টারঃ গাইবান্ধা প্রতিনিধি- গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী গ্রামে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলন (৪৮)-এর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ঘরবাড়ি লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী। বর্তমানে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় স্ত্রী মোছাঃ আফরুজা বেগম গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিলনের সঙ্গে একই গ্রামের একদল প্রভাবশালী সন্ত্রাসী মুজিবুর রহমান এর ভাড়াটিয়া গুন্ডা বাহিনী লালিত সন্ত্রাসী দ্বারা গত ২৬/৮/২৫ ইং তারিখে সময় অনুমান ১০ ঘটিকার সময় ভাড়াটিয়া সন্ত্রাসী সহ ও আনসার সদস্য ১/ জিল্লুর রহমান ২/জিয়াউর রহমান ৩/ মোঃ জুয়েল রানা ও ভাড়াটিয়া ৪/ মোঃ সাজেদুর রহমান,৫/ খোকন মিয়া ৬/ মোঃ বেলাল মিয়া ৭/মোঃ মজিবর রহমান ৮/শাহিনুর বেগম ৯/রাবেয়া বেগম ১০/ তাহমিনা বেগম সহ অজ্ঞাত নামা১০-১২ আসামি হাতে লোহার রড, ধারালো ছোড়া,বাঁশের লাঠি লইয়া পূর্ব পরিকল্পিত ভাবে অনধিকার ভাবে সাংবাদিকের বাড়িতে প্রবেশ করে।
সাংবাদিককে উদ্দেশ্য করিয়া অকথ্য অস্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে,এক পর্যায়ে, ৫ হইতে ১০ নং আসামিগণ পশ্চিম দুয়ারী টিন সেট ঘরে প্রবেশ করিয়া আসামি চাহিনুর বেগম সাংবাদিকের কাঠের শোকজ তালা ভাঙ্গিয়া ফেলে, ৪ হইতে ৬ নং আসামিগণ কাপড়ের ভাজে ভেতর রক্ষিত থাকা, অন্যায় লাভের দুরাশায় শো কেস এ থাকা ১০০০ টাকার নোট এক লক্ষ দশ হাজার টাকা জোর পূর্বক বাহির করিয়া নেয়। ২ নং আসামি জিয়াউর সাংবাদিকের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান সাইটে ধারালো ছোড়া দিয়ে মাথার ডান সাইটে চোট মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় তার স্ত্রী প্রতিবাদ করলে আসামিরা হামলা চালায়। এরপর জুয়েল রানা তার বুকের ওপর বসে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।অপর আসামি সাজেদুর রহমান গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং খোকন মিয়া কাপড় টানা হ্যাচরা করিয়া বিবস্ত্র শ্লীলতাহানি করে।
শোরগোল শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত আফরুজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার বিষয়ে সাংবাদিক মিলন গাইবান্ধা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহারে নামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহারটি তদন্ত সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলে গাইবান্ধার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম তালুকদার এজাহার আমলে গ্রহণ করিয়া একটি দন্ডবিধি আইনের মামলার রুজু করেন। গাইবান্ধা সদর থানার মামলা নং ৫২ জি/আর মামলা নং ৩২০/২৫ ইং তং২৯/০৮/২৫ ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৫০৬/১১৪/৩৪/পেনাল কোড ১৮৬০। তদন্তকারী কর্মকর্তা এখনো আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হননি,সাংবাদিক মিজানুর রহমান মিলনের অভিযোগ।বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।