1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
August 30, 2025, 9:34 pm
শিরোনাম :
আদালতে ট্রাম্পের শুল্করীতি অবৈধ ঘোষণা,পরবর্তী ধাপ কী? ট্রাম্পের নির্দেশে কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা বাতিল চিরকাল শত্রু থাকে না,স্থায়ী শুধু স্বার্থ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী পাইকগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চট্রগ্রাম চন্দনাইশে অস্ত্রসহ এক যুবলীগ নেতা আটক ক্যান্সার বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-ডা:শবনম সুলতানা সহ:অধ্যাপক নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ নড়াইল জেলায় ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার গাইবান্ধায় সাংবাদিকের স্ত্রীকে হত্যার চেষ্টা ‎

কাশিয়ানীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,নবজাতক সহ তিন সন্তান এতিম,ক্লিনিক মালিক পলাতক

সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি
  • সময়: Thursday, August 28, 2025,
  • 98 Time View

রিপোর্টারঃ  সাইফুল ইসলাম,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি-গোপালগঞ্জ কাশিয়ানীর রামদিয়া পপুলার ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় ফরিদা খানম(৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

উন্নতচিকিৎসার একদিন পর ওই প্রসূতির মরদেহ ক্লিনিকের সামনে আনলে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেলে নিহতের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।তবে স্থানীয়দের সহযোগিতায় ক্লিনিকে কোন প্রকার ভাংচুর করা হয়নি।
মঙ্গলবার(২৭ আগষ্ট)দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়।

স্বজনরা জানান,উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাঝকান্দি গ্রামের মোঃ ইমরান হোসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফরিদা বেগমের প্রসব ব্যথা শুরু হয়।

পরে সোমবার(২৬ আগষ্ট) উপজেলার রামদিয়া পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়।এবং ওই দিন সকাল ১১টায় সিজারিয়ান অপারেশন করেন আকবার আলী নামে একজন ডাক্তার।জন্মগ্রহন করে একটি পুত্র সন্তান।তবে অপারেশনের দুইঘন্টা পরে থেকেই প্রচুর পরিমান রক্তক্ষরণ হতে থাকে।রোগীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরদিন রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।বুধবার দিবাগত রাত আনুমানিক বারটার দিকে ফুটফুটে নবজাতকসহ নিহতের লাশ নিয়ে স্বজনেরা ক্লিনিকের সামনে এলে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে।তাৎক্ষণিক ক্লিনিকটির কতৃপক্ষ ভিতরে রোগী রেখে তালাবদ্ধ করে পালিয়ে যায়।এ সময় চিকিৎসকদের শাস্তির দাবি জানান স্বজনসহ স্থানীয়রা।

পরবর্তীতে ফরিদা বেগমের স্বামী ও স্বজনদের অভিযোগ রক্তরক্ষন বন্ধ না হওয়ায় অস্ত্র পাচারের দশ ঘণ্টা পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এবং পরদিন সে মৃত্যু বরন করে।

এ সময় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা পপুলার ক্লিনিক মৃতদেহ ও নবজাতকে নিয়ে গিয়ে কাউকে না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয়।খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে উপস্থিত হয় এবং মৃতদেহ নিয়ে তারা চলে যায়।তখন পর্যন্ত ক্লিনিকের তালাবদ্ধ অবস্থায় ছিল।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা।

এ ঘটনায় পপুলার ক্লিনিক কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া মেলেনি।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)কামাল হোসেন বলেন,এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ (ইউএনও)বলেন,সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জানিয়ে তাদের সঙ্গে নিয়ে ভুল চিকিৎসা করে থাকলে ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host