রিপোর্টারঃ-সোহানা পারভিন জনি,নড়াইলঃ নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,দিঘলিয়া ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছেন।
গতকাল ১৩জুলাই ২৫ইং রোজ রবিবার বেলা ১১টার সময় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে লোহাগড়া উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ আকতার মোল্যা,সাঃসম্পাদক ডাঃ সাহিদুর রহমান শহিদ,নড়াইল জেলা সভাপতি সাহিদুজ্জামান আমল,সাঃসম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু,যুগ্ম আহবায়ক মোঃ শাবু শেখ,যুগ্ম আহবায়ক মোঃ সাঈদ শেখ,যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ন শেখ,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,৮নং ওয়াড পৌর বিএনপি সাঃসম্পাদক মোঃ হিরু মোল্যা,থানা যুগ্ম আহবায়ক মোঃ আকরাম হোসেন,মোঃ বাচ্চু শেখ,জেলা শ্রমিক ইউনিয়ন যুগ্ম সাঃসম্পাদক মোঃ তিতু গাজী,যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল মল্লিক,ইতনা ইউনিয়ন শ্রমিকদলের সাঃসম্পাদক মোঃ রিন্টু,কমিটি অনুমোদন দিয়েছেন।
এসময় নড়াইল জেলা শ্রমিকদল সাঃসম্পাদক সহ লোহাগড়া উপজেলা শ্রমিকদল সভাপতি আকতার বলেন গত তিন মাস ধরে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাঃসম্পাদককে বলা হয়েছিলো শ্রমিকদলের কমিটি দিতে হবে,কিন্তু দিনের পর দিন কেটে গেলো ও কমিটি দেওয়ার নেই কোন তৎপরতা,একারনে প্রকাশ্যে আমরা কমিটি দিতে বাধ্য হয়েছি।
এছাড়া উপস্থিত ছিলেন ০৮নং দিঘলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ডাঃ মোঃ ইউসুফ আলী সহ আরও অনেকে।বিস্তারিত আলোচনা করে এবং সকলের উপস্থিতিতির মধ্যে দিয়ে ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল কমিটি অনুমোদন ও ঘোষণা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,দিঘলিয়া ইউনিয়ন কমিটি, সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,সিনিঃ সহ সভাপতি মোঃ রফিকুল মোল্যা,সাধারন সম্পাদক মোঃ উলফাদ শেখ,যুগ্ম সাঃসম্পাদক সাহাবুল আলম(সাগর),সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব শেখ, সহ ৯টি ওর্য়াড থেকে মোট ৫১জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ইতিপূর্বে অগ্রগতি কম ছিলো।তবে নতুন কমিটি অনুমোদন দেওয়ার কারনে দিঘলিয়া ইউনিয়নে রাজনৈতিক দলের গতিশীল বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করেন রাজনৈতিক নেতাকর্মীগন।নবাগত শ্রমিকদল কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)পরিবার।