রিপোর্টারঃ সোহানা পারভিন জনি-আসছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।২৪সালের বাংলাদেশ এখন ২৫সালের বাংলাদেশ নতুন আঙ্গিকে পরিনত হয়েছে।প্রতিটি মানুষের মনে শান্তি আর আনন্দ নিয়ে পবিত্র ঈদ উদযাপন করবে।আসছে ০৭ জুন ২০২৫ইং সাল রোজ শনিবারে ঈদুল আযহা(কুরবানির ঈদ)পালন করবে।
বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে ঈদের আনন্দ নিয়ে নতুন পোশাক কেনাকাটা করছে আর কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। বিগত দিনের অশান্তি আর মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে নতুন করে সকলে মিলে মিশে থাকবে এটাই প্রত্যাশা করেন ডাঃ মোঃ এনামুল হক।আশাকরি পবিত্র ঈদের নামাজ ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন এবং মিলেমিশে কাধেঁকাধ রেখে,হাতে হাত রেখে পুরাতন স্মৃতিকে ভেদাভেদ ভুলে যেয়ে সকলে চলাচল করবেন বলে প্রত্যাশ ব্যক্ত করেন।
ডাঃ মোঃ এনামুল হক বলেন পবিত্র দিন উপলক্ষে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সকলকে সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
দুরান্ত টিভি২৪ [আইপি টেলিভিশন]এর পক্ষ হতে প্রত্যেক প্রতিনিধির জন্য ঈদ মোবারক।টেলিভিশন পরিবারের সকলকে জানাই ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে-
ডাঃ মোঃ এনামুল হক,ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক,দুরান্ত টিভি২৪ (আইপি টেলিভিশন)।