রিপোর্টারঃ-মোসাঃ সাথী বেগম—নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নংদিঘলিয়া ইউনিয়নের আজ ১০ এপ্রিল ২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়,কে টি এম মাধ্যমিক বিদ্যালয় মোট তিনটি স্কুলের ছাত্র ছাত্রীদের এসএসসি পরিক্ষা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের পাঁচটি কক্ষে অনুষ্ঠিত হয়।
কক্ষ নং ১০১ দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ০২জন,কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থী।
কক্ষ নং ১০৩ দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ২৭জন শিক্ষার্থী।
কক্ষ নং ১০৫ দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ১৪জন,কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ০৮জন শিক্ষার্থী।
কক্ষ নং ৪০১ দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ জন,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ১৫জন,কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ০৬জন শিক্ষার্থী।
কক্ষ নং ৪০২ দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪জন,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের ২৫জন,কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী।
মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৫৮জন ছাত্র ছাত্রী।
এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরীক্ষার হল কক্ষে দায়িত্বে রয়েছেন তিনটি স্কুলের শিক্ষকবৃন্দ।
উপস্থিত লোহাগড়া থানা পুলিশের এএসআই মোঃ আজাদ সহ পুলিশ সদস্য।
সকাল ১১টার সময় পরীক্ষা চলাকালীন উপস্থিত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(এ্যাক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট)।
প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীগন সুন্দর ও সুষ্ঠভাবে পরীক্ষা শুরু করেছে।কোন প্রকার সমস্যার সৃষ্টি দেখা যায় নাই,পরীক্ষা শেষ হবে বেলা ০১টার সময় তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে নিউজের মাধ্যমে প্রকাশ করা হবে।