রিপোর্টারঃ-দেব প্রসাদ দাশ,নড়াইল>>নড়াইল জেলা কালিয়া উপজেলা ৪নং মাউলী ইউনিয়নের ৬ নং ওযার্ডের বিএনপি মূল দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সাংগঠনি সম্পাদক মো মনিরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ৪ নং মাউলী ইউনিয়ন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি মো মনিরুল ইসলাম ডিএমসি নিউজ ২৪.কম কে বলেন,নড়াইল জেলা কমিটি আমাকে মনোনিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে সভাপতি করার কারণ দীর্ঘ ১৬ বছর ধরে বহু মামলা হামলা এবং বহু ত্যাগ শিকার করে বিএনপির সঙ্গে ছিলাম এবং সারা জীবন থাকবো।এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলা কমিটি বিভিন্ন মাধ্যমে অবগত ছিলেন।তিনি আরো বলেন,দীর্ঘ ১৫ বছর যে সৈরাচার সরকার দেশের মাথায় চেপে ছিলো,তাকে আমরা দেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছি এবং তাদের দোসররা যে দেশের বিভিন্ন স্থানে অপকর্ম করছে সেটা ও আমাদের দল বিএনপি শক্ত হাতে মোকাবিলা করবে। ৪ নং মাউলী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ৯টি কমিটির গঠনের কাজ চলছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দু:সময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে ওযার্ড কমিটি অনুমোদন দেওয়া হবে বলে জানান।