রিপোর্টারঃ–মোঃ এনামুল হক-নড়াইল জেলা কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন মহাজনে হিন্দু সম্প্রদায়ের শ্বশানে বালু কেটে নেওয়ায় সভাপতির বাধাঁ সৃষ্টি করে।
১৮এপ্রিল ২৫ইং তারিক রোজ বৃস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে,গন্ধবাড়িয়া মোড়ে শশ্বানকে কেন্দ্রে করে হামলার ঘটনাটি ঘটে।হামলার ঘটনা ঘটে আনন্দ দাশের বাড়ির পাশে।ঘটনাটি ঘটার পর আশপাশে থাকা এলাকার লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।এবং উপস্থিত ব্যক্তিগন দ্রুত ডাক্তারের নিকট চিকিৎসার ব্যবস্হা করেন।
সভাপতির নেতৃত্বে তার গুন্ডাবাহিনী নিয়ে আক্রমণ করে,এতে আহত হয় শংকর কুমার দাশ,কাছে থাকা ২লক্ষ ১০হাজার টাকা নিয়ে যায়।
সংঘর্ষে আহতব্যক্তিদেরকে মহাজন প্রাথমিক চিকিৎসা করে।তবে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শর্য্যায় ভর্তি করে।আহত ব্যক্তির বিভিন্ন স্হানে আঘাত লাগে,বাম ও ডান পায়ে আঘাতে গুরুত্বর আহত হয়।সেই সাথে হাতে ও পিঠে রক্তাক্ত জখম হয়।
এই বিষয় জানতে চাইলে এলাকাবাসী বলেন শ্বশানে বালু কাটা নিয়ে সংঘাতের সৃষ্টি করে মিরাজ কাজি(৪৫),রিয়াজ কাজি(২২),রিকাত কাজি(৬৫)উভয়ই রিকাত কাজির সন্তান।
এলাকা সূত্রে জানা যায় আহতদের আঘাত দুই পায়ে তবে বামে পায়ে ও ডান পায়ে আঘাতের পরিমান বেশি।একজন সাধারন আহত হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
সভাপতির লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের আঘাত করে।
বিস্তারিত ভিডিওসহ নিউজ করা হবে অপেক্ষায় থাকুন।
এবিষয় নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করে,তবে প্রশাসনের তৎপরতা নেই বলে জানা গেছে এবয় উপস্থিত ব্যক্তিদের নিকট জানা যায়।
এবিষয় নিয়ে গন্ধবাড়িয়া এলাকাতে উত্তেজনা বিরাজ করেছে।প্রশাসনের নিকট এবিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগন নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।