রিপোর্টঃ–স্টাফ রিপোর্টার–নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সন্ত্রাসী,মাদক,চোর,সহ নিয়মিত মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক জনাব(মোঃ শাহাদারা খান পিপিএম)এর তত্ত্বাবধানে এসআই মো: মোঃ ফারুক হোসেন,সঙ্গীয়ফোর্স সহ নড়াইল সদর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে ০২ জন চোর ০১টি সবুজ রঙ্গের ইজিবাইক যশোর বাঘারপাড়া এলাকা হতে চুরি করিয়া বিক্রি করার জন্য নড়াইল মালিবাগ হইয়া গোপালগঞ্জের উদ্দেশ্যে যাইতেছে উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ধাওয়া করে।
নড়াইল সদর থানাধীন নড়াইল লোহাগড়া হাইওয়ে সড়ক নাকশী মাদ্রাসা বাজার হইতে ইংরেজি ১৯-০৪-২৫ তারিখ রাত্র ২০,৩০ ঘটিকার সময় আসামি(১)সুজন উদ্দিন শেখ (২৭)পিতা জহির উদ্দিন শেখ গ্রাম ভবেরবের থানা বেনাপোল পোর্ট জেলা যশোর(২)মোহাম্মদ রোমান শেখ (২৯)পিতা মৃত আব্দুল মালেক শেখ সাং মধ্য রামনগর থানা নাজিরপুর জেলা পিরোজপুর এবং তাদের হেফাজত হইতে চোরাই ইজিবাইক উদ্ধার করি।
এ সংক্রান্তে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার মামলা নম্বর ১৪ তারিখ ১৯-০৪-২৫ ধারা ৩৭৯ PC রুজু হইলে মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ)রানা প্রতাপ এর নিকট হস্তান্তর করে।