রিপোর্টারঃ-দেব প্রসাদ দাশ-গত ৯ মার্চ ২০২৫, রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দল নড়াইল জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম,জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। নড়াইল জেলা কমিটি ঘোষণার ব্যাপারে নতুন আহ্বায়ক কমিটির নব নির্বাচিত
যুগ্ম-আহ্বায়ক মুন্সী আসাবুর রহমান(আরাফাত) বলেন,আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদলের সোনালী প্রোডাক্ট,নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় বড়ভাই খন্দকার মঞ্জুর সাইদ বাবু এবং সংগ্রামী সদস্য সচিব প্রিয় বড়ভাই আরিফুজ্জামান মিলন এবং সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ভাই এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ভাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি।
আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন সেই দায়িত্ব ঈমানের সহিত পালন করতে পারি এবং সেই আস্থার প্রতিদান দিতে পারি এজন্য সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি”
মুন্সী আসাবুর রহমান(আরাফাত) হচ্ছেন নড়াগাতী থানা থেকে একমাত্র স্থান পাওয়া নড়াইল জেলা আহ্বায়ক কমিটির নব নির্বাচিত যুগ্ম-আহ্বায়ক।তিনি একজন ক্লীন ইমেজ ও ছাত্রদলের সাবেক তুখোড় মেধাবী এবং সংগ্রামী নেতা।নড়াগাতী থানা ছাত্র নেতৃত্বের অন্যতম কারিগর ও বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং নড়াইল জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক।
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিটির নতুন যুগ্ম-আহ্বায়ক মুন্সী আসাবুর রহমান (আরাফাত)।