রিপোর্টারঃ-সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি- সোমবার (২৪ মার্চ) বিকেলে কাশিয়ানী সদর পোনা এলাকায় খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মসলিস উপজেলা শাখার আহবায়ক মামুন মোস্তফা’র সভাপতিত্বে,সদস্য সচিব মুফতি জামাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনা ও সদস্য শুয়াইব মাসুদের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক,মোল্যা খালিদ সাইফুল্লাহ্,বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস, কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন আফসারী,যুব মজলিস,গোপালগঞ্জ জেলা শাখার
সভাপতি মাওলানা সা’দ আহমাদ,বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলার সহ-সভাপতি ও কাশিয়ানী-পোনা মারকাযুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম, খেলাফত মজলিস কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্য বলেন,একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশে ইসলামি খেলাফত কায়েমের বিকল্প নেই। দেশের তরুণ সমাজকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস তথা যুব মজলিসের পতাকাতলে এক হবার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ,মসজিদের ইমাম,খতিব,সহ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম,কাশিয়ানী উপজেলা প্রেসক্লাব,কাশিয়ানী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতি মামুন মোস্তফার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।