1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
August 31, 2025, 6:03 pm

অধ্যাপক ড.লেঃকর্ণেলঃনাজমুল আহসান কলিমউ্‌ল্লাহকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়

স্টাফ রিপোর্টার- এস আর সাকিল
  • সময়: Saturday, January 11, 2025,
  • 68 Time View

স্টাফ রিপোর্টার- এস আর সাকিল

সংবর্ধনা শুক্রবার (১০ জানুয়ারি) অধ্যাপক ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ উপদেষ্ঠা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ)কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং জানিপপের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত এই বরেণ্য শিক্ষককে সংবর্ধনা দেয় পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, “লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি-নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, “ড. কলিমউল্লাহ একজন বহুমুখী প্রতিভার অধিকারী।” কবি মুজতবা আহমেদ মুরশেদ তাকে তিনি “সচেতন ও দূরদর্শী রাজনীতি বিশ্লেষক” হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ট্রেজারার এয়ার কমোডর (অব.) ড. আব্দুস সামাদ আজাদ বলেন, “শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা—সবক্ষেত্রেই তার সমান পদচারণা অনুসরণীয়।”পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি তারেক আদেল বলেন, “অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মত বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি শুধু রাজনীতির বিশ্লেষক নন, তিনি রাজনীতির ভাগ্যাকাশের সঠিক গণনাকারী।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাউল ইসলাম, প্রফেসর ফরহাদ হোসেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দ,ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, কবি রুখসানা বিলকিস, নয়াকাল সম্পাদক ফখরুল ইসলাম, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, অধ্যাপক ডক্টর তানভীর ফিত্তীন আবির, লুৎফর রহমান পলাশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এবং শহীদ আবু সাঈদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, শহীদ আবু সায়ীদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাজ, সাবে সাবেক যুগ্ম সচিব এবং শিক্ষক মুখলেছুর রহমান খান এবং আরও অনেকে।

অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিবজা’র সহ-সভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিজম স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড.দিপু সিদ্দিকী।নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)এর সভাপতি মোঃখোরশেদ আলম বলেন লেঃকর্ণেনঃনাজমুল আহসান কলিমুল্লাহ স্যার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে সব সবসময় সাংবাদিকদের সুপরামর্শ দিয়ে আসছেন এবং তিনি বলেন, সাংবাদিক দেশের আয়না।ভালো মন্দ সব কিছু জাতির সামনে তুলে ধরবেন। প্রশাসন এবং রাষ্ট্রের ভালো কাজের প্রসংসা এবং ভুলের জন্য গঠন মূলক সমালোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host