রিপোর্টারঃ আশিকুর রহমান শান্ত,ভোলা জেলা প্রতিনিধি–ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে একটি জুতার গোডাউনে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।বুধবার ২ আগস্ট-২০২৩ইং ভোর রাতে জুতার এ গোডাউনটিতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাওসার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।পুরো গোডাউন পুড়ে গেছে।প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি,এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।