রিপোর্টঃ সুন্দরগঞ্জ জেলা প্রতিনিধি-সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ মাঝিপাড়া হতে ইমামগঞ্জ পর্যন্ত রাস্তা খানা-খন্দের কারণে চলাচলের জন্য অনুপোযোগি হওয়ায় সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রবিবার ২৩ জুলাই-২০২৩ইং দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখঁা গ্রামে নুরুল হক মাস্টারের চাতাল সংলগ্ন মীরগঞ্জ- ইমামগঞ্জ রাস্তায় চৈতন্য বাজার অটোবাইক ও অটোভ্যান মালিক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, চৈতন্য বাজার ব্যবসায়ি মাহালম,শিক্ষক মাসুদ বসুনিয়া,পল্লী চিকিৎসক হযরত আলী,ক্ষিতিশ চন্দ্র,অটোবাইক চালক অহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন মীরগঞ্জ মাঝিপাড়া হতে ইমামগঞ্জ বাজার ভায়া তারাপুর ইউনিয়ন পরিষদ ৩৬০৯ মিটার দৈর্ঘ্য রাস্তাটিতে বেহাল দশা বিরাজ করছে।অথচ রাস্তাটি যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।একটু বৃষ্টি হলেই খানা-খন্দে পানিতে ভরে যায়।হাটুরেদের কাদা পানি ভেদ করে চলাচল করতে হয়।প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।বিশেষ করে ইমামগঞ্জ বাজার রোডে চৈতন্য বাজার ও কালিরপাট বাজারকে ঘিরে গড়ে উঠেছে শতশত দোকানপাট।প্রতিদিন বেচা-কেনার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে।খানা-খন্দে ভরে যাওয়ায় প্রায়ই দূর্ঘটনা ঘটে অসংখ্য লোক আহত হচ্ছে। রাস্তা চলাচলের অনুপোযোগি হওয়ায় বর্তমানে লাটশালার চরে নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড ও আলী বাবা থিম পার্কে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে মানুষজন।মানববন্ধনে এলাকার শতশত সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।
প্রতিনিধিঃ-হারুন অর রশিদ-প্রতিনিধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
০১৭৪০১৫৬২১৩
২৩-০৭-২০২৩ইং