রিপোর্টারঃ এম এ শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া-বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১জন।গুড়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয়ের অভিযানে ৪৯৩ বোতল ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ মোঃ ফটিক শেখ নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তি,বগুড়া শহরের উত্তর গোদারপাড়া এলাকার মোঃ ফজলু শেখের ছেলে মোঃ ফটিক শেখ (৩২)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধায়নে এবং উপপরিদর্শক মোঃ আবির হাসান এর নেতৃত্বে বিভাগীয় টিমের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১১ জুলাই-২০২৩ইং বিকালে বগুড়া শহরতলীর চারমাথা ভবের বাজার আন্তঃজেলা ট্রাক টার্মিণালের ভিতর একটি কার্ভাড ভ্যান তল্লাশি করে গাড়ীতে রাখা ১০টি ছোট সিনথেটিক বস্তার মধ্যে ৪৯৩টি বোতল ফেন্সিডিল ও ৫কেজি গাঁজা এবং ২টি মোবাইল সেট ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়।তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামিকে মামলা দায়ের করে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।