রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি–মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রাম কে শহরে পরিনত করান লক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য আইন বিচারবিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য অ্যাডঃ গ্রোরিয়া ঝর্ণা সরকার(এমপি)।এ সময় এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার(এমপি)বলেন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশে রেকর্ড পরিমাণে উন্নয়ন করেছে।খাদ্য,বস্ত্র বাসস্হান,শিক্ষা,চিকিৎসা যোগাযোগ তথ্যপ্রযুক্তি,মুল্যবোধ,কৃষি,অর্থনীতি রেমিট্রেন্স,বিদুৎ ও
বৈদেশিক সম্পর্কের উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রেই সফলতা দেশ বাসীকে এনে দিয়েছে প্রধান মন্ত্রীর নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকার।
২ জুলাই শনিবার সকাল ৯ টারদিকে খুলনা-১ আসনের দাকোপ উপজেলার লাউডোব চড়াবাঁধ সংলগ্ন জননেত্রী হাসিনা নৌকা বাইচ কর্ণার এর প্রকল্পের উন্নয়ন মূলক কাজ ও বাজুয়া বঙ্গবন্ধু চত্তর আনন্দ মেলার মাঠে এমপি ঝর্ণার সরকারি বরাদ্ধকৃত ও মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় ঝর্ণা এমপি’র সরকারি বরাদ্ধের প্রকল্পের কাজ পরিদর্শন করেন।এসময় কাজের বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন।আংশিক কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোস প্রকাশ করেন।এসময় উপস্হিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,লাউডোব ইউনিয়ন পরিষদ’র(ভারপ্রাপ্ত)চেয়ারম্যান নিহার মন্ডল প্রকল্পের সভাপতি শ্যামল কুমার রায়,এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার এর একান্ত সচিব ও যুবলীগ নেতা রবার্ট হালদার,লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল,সহ-সভাপতি গৌতম ইউপি সদস্য বিভাষষষ পাইক,ইউপি সদস্য গৌতম রায়,ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল,প্যানেল চেয়ারম্যানউৎপল দাস,ইউপি সদস্য জয়দেব রায়,সহ আওয়ামীলীগেরর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
এছাড়াও এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি লাউডোব বুড়ির ডাবুর মডেল স্কুল পরিদর্শন করেন।তিনি উক্ত মডেল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি।পরবর্তীতে তিনি মডেল স্কুলের ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী থ্রীপিচ ও শিক্ষকদের জন্য ব্যাগ বিতরন করেন।