রিপোর্টারঃ এম এ শাহিন–বগুড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে আহত হয়েছেন অন্তত ১০জন।এদের মধ্যে সাতজন গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমরদিঘীতে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী।গুরুতর আহতরা হলেন-বাসচালক ইউনুস আলী,বাসযাত্রী শিল্পী আক্তার,নাইম মিয়া,মিজানুর রহমান,রবিউল ইসলাম,আল আমিন হোসেন।এছাড়াও অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ওসি আব্বাস আলী জানান,সোমবার সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর সাতজনসহ ১০জন আহত হন৷পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে পাঠান।তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।তবে বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে