রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার–বটিয়াঘাটা -দাকোপ মিলে খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল গতকাল রবিবার সকাল থেকে দিনব্যাপী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা,পুঁটিমারী, তেঁতুলতলা,জলমা,কচুবনিয়া ও চক্রাখালী মল্লিক’র মোড় এলাকায় আসন্ন ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় অনুসারীদের নিয়ে গণসংযোগ করেন।তিনি এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আ’লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।গণসংযোগকালে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক,আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়,আ’লীগ নেতা সুবীর মল্লিক,যুবলীগ নেতা পলাশ রায়,শিক্ষক দিপংকর মন্ডল,মনোজ কান্তি মল্লিক,প্রশান্ত কুমার রায় আবু,নিতিশ মল্লিক,যমুনা মল্লিক,রেনুকা মল্লিক,মিনাক্ষী ঢালী প্রমুখ।গণসংযোগ শেষে জলমা ইউনিয়নের প্রবীন আ’লীগ নেতা ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ থেকে খুলনা- ১ আসনে আ’লীগের দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মুজিবের চরণ ছোঁয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে নির্বাচনী জনসভায় সোনার নৌকা উপহার দিয়ে ছিলেন সেই ত্যাগী অসুস্থ আ’লীগ নেতা সুকন্ঠ মন্ডলকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।