রিপোর্টারঃ মোসাঃ সাথী বেগম-খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৩ সভাপতি পদে ১৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ জেড এম আনোয়ারুজ্জামান (আনোয়ার)ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খুরশিদ আল মেহের(তন্ময়)পেয়েছেন ১৩০২ ভোট।সাধারণ সম্পাদক পদে ১০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আকতার হোসেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট।সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন,কে এইচ. মাযহাবুদ্দিন পল্লব,ড.ম.শফিক উর রহমান, মোহাম্মদ তানভীর হোসেন, আনিসুর রহমান তুহিন ও হোসনে আরা পপি।যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন,শায়কা ইমাম শান্তা ও মুজাহিদুল ইসলাম।সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মোঃ তকদীর রহমান মুকুট,মো. শফিকুল আলম সুজন ও মোঃ মতিউর রহমান মতিন।এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির(বিপুল),অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম,অফিস ব্যবস্থাপনা সহ-সম্পাদক পদে ড.সঞ্জয় কুমার চন্দ,জনসংযোগ সম্পাদক পদে ড.মোঃ আজিজুল হাসান পিরু, জনসংযোগ সহ-সম্পাদক পদে মোঃ সোহেল সারওয়ার জাহান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড.মুন্নুজাহান আরা,সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে ড.শেখ তারেক আরাফাত,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাতিল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এ কে এম হুমায়ুন কবির দেওয়ান,নারী বিষয়ক সম্পাদক আসমা হক(কান্তা),ছাত্র বিষয়ক সম্পাদক পদে ড.আহসান হাবীব(শিমুল),ছাত্র বিষয়ক সহ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার আজিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সহ সম্পাদক করে মোঃ আল মাসুদ উদ্দিন(মনি),সমাজ কল্যাণ সম্পাদক পদে কানিজ ফাতেমা পাপড়ি,সমাজ কল্যাণ সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম (শহিদ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য(শিক্ষক কোটা)পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ড.মোঃ নূরুন্নবী (রিংকু),মোঃ নাজমুস সাদাত(শুভ),ফাল্গুনী আক্তার,মোঃ মাসুদুর রহমান ও অনুপম কুমার বৈরাগী। নির্বাহী সদস্য (সাধারণ কোটা)১৭টি পদে নির্বাচিত হয়েছেন ড.একেএম আক্তারুজ্জামান বসুনিয়া,তৌহিদ আব্দুল্লাহ, খন্দকার মোহাম্মদ আশরাফুল আলম(লিপন),মো. জাকি-উল-হাসান,মোঃ নাজমুল হুদা,মোঃ শাহিনুর রহমান(কবির),এম এম আরাফাত হোসেন,কবরী বিশ্বাস অপু, হাসান জামিল (জেনিথ),প্রফেসর ড. মোঃ নাজমুল হাসান,মোঃ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ শামীম কিবরিয়া,মাহামুদুল হাসান(মিল্লাত),মুহাম্মদ মোবারক হোসেন (উজ্জ্বল), রাশেদুল আলম সরকার,সারোওয়ার জাহান ও বিশ্বজিৎ রায়।খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন।এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিতদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন-নবনির্বাচিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করেন।