ডেস্ক রিপোর্টঃ–বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আলী আকবর বলেছেন কৃষি খাতের অভুতপুর্ণ উন্নয়নে বাংলাদেশ খাদ্য স্বযং সম্পূর্ন একটি রাষ্ট্র।এখন আমাদের নিরাপদ খাদ্যে উৎপাদনের দিকে যেতে হবে।তাছাড়া বানিজ্যিক কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিপন্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষমতা আনতে হবে।তিনি আরো বলেন কৃষিক্ষাত ও কৃষকরাই এদেশের অর্থনীতির মুল চালিকা শক্তি।বর্তমান বিশ্বে কৃষি বিপ্লবের কোন বিকল্পো নাই।গতকাল ১০জুন-২০২৩ইং রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোপালগঞ্জ,খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জৈব কৃষি প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।শ্রীরামপুর চর এলাকায় অনুষ্ঠিত মাঠদিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রকল্প পরিচালক আলমগীর বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি)মোঃ সাজ্জাদ হোসেন, ডিপিডি তৌহিউদ্দিন ভূইয়া।এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, হিমাদ্রী বিশ্বাস,মোঃ সোহেব,সুমন মন্ডল,আদর্শ কৃষক মোঃ দাউদ আলী,মোঃ জামাল শেখ,মোঃ মুনছুর হাওলাদার প্রমূখ।মাঠ দিবসে বক্তারা জৈব কৃষির উপর গুরুত্ব প্রদান করেন।মাঠ দিবসে প্রায় ১৬০জন কৃষক উপস্থিত ছিলেন।লতি কচি,লেবু ও বেগুনের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন।
পরবর্তীতে ঘাটভোগ ইউনিয়নের পাল পাড়া ও পিঠাভোগ গ্রামের ২শ জন কৃষক ও কৃষানীর মাঝে সজিনার চারা ও জৈব সার বিতরণ করেন।এর পূৃর্বে অত্র প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।প্রশিক্ষণে ৩০জন প্রদর্শনীভুক্ত কৃষকগন অংশগ্রহণ করেন।