দিনাজপুরের হাকিমপুর(হিলি)উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন কমিটির শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী।বুধবার ১৭ মে-২০২৩ইং বিকেলে উপজেলা সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীগণ উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান হারুন-উর- রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ(ভারপ্রাপ্ত)দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু প্রমুখ।বিচারক মন্ডলী শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়।