বগুড়ায় পুলিশের চেকপোস্টে বার্মিজ চাকু ও ৪৫ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকাল সোয়া ৬টার দিকে শহরের কামারগাড়ীর জাহিদ মেটাল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুই যুবক হলো- সদরের বাদুড়তলা চকযাদু রোডের পুটু তালুকদারের ছেলে ওয়াস্তি তালুকদার(২৫)এবং পালশা সরকার পাড়ার মৃত বাবলু সরকারের ছেলে সিমান্ত সরকার সিয়াম(২৮)।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহীনুজ্জামান।পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কামারগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ওই দুই যুবকের গতিবিধি সন্দেহমূলক হলে তাদের তল্লাশী করা হয়।এসময় ওয়াস্তি নামের ওই যুবকের কাছ থেকে বার্মিজ চাকু এবং সিমান্ত সরকারের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহীনুজ্জামান জানান,গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।