দুরান্ত টিভি’র নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাশকে প্রধান উপদেষ্টা সম্পাদক প্রেসকার্ডটি তুলে দিলেন।গতকাল ১৯মে-২০২৩ইং রোজ শক্রবার বিকাল ৫টার সময়”দুরান্ত টিভি”আইপি টেলিভিশন এর নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাশকে তার দায়িত্ব পালনের জন্য পরিচয়পত্র তুলেন দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল।এসময় উপস্থিত ছিলেন দুরান্ত টিভি’র সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক,যুগ্ম বার্তা সম্পাদক আলী হায়দার মিকু,ডাঃ মিন্টু,বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ কাশেম মোল্যা।