বগুড়ায় ভ্যানচালক জুরান আলী সরকার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির নাম ইউনুস আলী মোল্লা।তিনি কাহালু উপজেলার অঘোর ধরাপাড়ার মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে।এছাড়া মামলায় অভিযুক্ত আরও সাত আসামিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।ছয় মাসের কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- আফজাল হোসেন ফকির,আশরাফুল সরকার, আতাউর রহমান,সবুজ সরকার,আজিজুল হক রনি, সিরাজুল ইসলাম ও সোহাগ শেখ।এদের সবার বাড়ি অঘোর ধরাপাড়া।রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি অতিরিক্ত পিপি এ্যাডভোকেট জহুরুল ইসলাম(২)এ্যাডভোকেট জহুরুল ইসলাম বলেন,পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭নভেম্বর আসামিরা জুরান আলী সরকারকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।পরের দিন ১৮নভেম্বর নিহতের বাবা শামসুল সরকার বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে আদালত দীর্ঘ ১৭ বছর পর বুধবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।এদিকে এ-মামলায় আসামিদের পক্ষে এডভোকেট রেজাউল করিম মন্টু, এ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স ও এডভোকেট শুভ্র কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।