নড়াইলে নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।আজ বৃহস্পতিবার ৯ই মার্চ-২০২৩ইং সকালে মোঃ শিহাব সিকদার (২৩)নামে এক যুবককে ১৭পিচ ইয়াবাসহ আটক করা হয়।আটককৃত শিহাব সিকদার থানাধীন দেবদুন গ্রামের আসাদ সিকদারের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অফিসার ইনচার্জ(ডিবি)সুকান্ত সাহা এর নেতৃত্বে এসে এসআই(নিঃ)জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ নড়াইলের নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এর বসত বাড়ির পূর্ব পাশে সিরিজ গাছের নীচে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে শিহাব সিকদারকে আটক করা হয়।আসামীর দেহ তল্লাশী করে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে একটি নীল রংয়ের পলিথিনের মধ্যে ১৭(সতের) পিচ উদ্ধার করা হয়।এবিষয়ে অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন,আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান রয়েছে ।
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিঃদ্রঃ–নড়াইল জেলায় যেন মাদকের কারখানা।প্রতিনিয়ন গ্রেফতার হচ্ছে মাদককারবারী,হামলার স্বীকার হচ্ছে,প্রশাসনের আরও তৎপর হতে হবে এটাই প্রত্যাশা করেন নড়াইলবাসী।