যশোর জেলা শার্শা উপজেলার নাভারন বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত,১৬ই ফেব্রুয়ারী-২০২৩ইং রোজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।এসময় স্কুলের পাশে দোকান বসিয়ে সিগারেট বিক্রিসহ নানা অভিযোগে ৩টি দোকান মালিককে ২৫হাজার ও রাস্তার ফিটনেস বিহীন অবৈধ ভাবে চলাচলকারি মাটিবাহী একট ট্রাকটর ড্রাইভাইকে পাঁচহাজার টাকা জরিমানা করে।অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সহকারি কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন,যশোর বেনাপোল হাইওয়ে মহাসড়কের নাভারন একটি ঐহিত্যবাহী বড় বাজার।বাজারে অবৈধ স্থাপনা ছিল যার কারনে বাজারে কোন না কোন দুর্ঘটনার স্বীকার হতো এবং দূর্ঘটনায় অনেকেই মারাও গেছে।বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিত্বের নজরে পড়ে।পরবর্তিতে মাসিক মিটিংএ অবৈধ স্থাপনা অপসারনের বিষয়টি সিদ্ধান্ত গ্রহন করেন।স্থানীয় চেয়ারম্যান মহোদয় ২দিন মাইকিং করার পরও দেখা যায় যে কেউ কোন কর্নপাত করে নাই।
তাছাড়া এলাকায় ফুটপাত দখল করে দোকান নির্মাণ করার ফলে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।তারই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।পরবর্তিতে দূর্ঘটনা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযানে এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ফায়ার সার্ভিস,স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।