নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সাধারন পরিষদ সদস্য সাংবাদিক মোঃ উলফাদ শেখকে কেন্দ্রীয় আরজেএফ লিডারশীপ প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দিলেন।আজ ২৮ডিসেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবার নড়াইল জেলা আরজেএফ অফিসকক্ষে বেলা ১২টার সময় নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান,লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি মোঃ এনামুল হক উপস্থিতিতে হাতে তুলে দিলেন লিডারশীপ প্রশিক্ষণ সার্টিফিকেট।এসময় উপস্থিত ছিলেন আরজেএফ এর সদস্যবৃন্দগনসহ অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিবর্গগন।আরজেএফ সংগঠনের জন্য সাংবাদিক উলফাদ শেখ নিবেদিত প্রান।তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি,তিনি সার্টিফিকেট অর্জন করেছে তার নিজ যোগ্যতায়,একজন সৎ হৃদয়বান মনের মানুষ,সততার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও লোহাগড়া উপজেলা আরজেএফ সভাপতি-তার সততার কারনে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।