‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যের আলোকে সুন্দরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(৫ নভেম্বর-২০২২ইং)সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিপন আলী,শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ড.শফিউল ইসলাম ভূঁইয়া,সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,সমবায়ী আনারুল ইসলাম,শ্যামল কুমার দাস,আব্দুল ওয়াদুদ,জিয়াউর রহমান,রাশেদুল ইসলাম প্রমুখ।শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান। এর আগে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
মোঃ হারুন অর রশিদ সুন্দরগঞ্জ,গাইবান্ধা,প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
০৫-১১-২০২২ ইং।