আজ ১৭ নভেম্বর শনিবার টংগিবাড়ী থানাধীন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/দেওয়ান রমজান আলী সঙ্গীয় এ.এসআই/মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টংগিবাড়ী থানাধীন দিঘীরপাড় ইউনিয়নের মিতারা এলাকা হতে তাস দ্বারা নগদ অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে সকাল ৯.৩৫ মিনিটের সময় আসামী ১|নূর ইসলাম শেখ(৪২), ২| শফিকুল ইসলাম জোয়ারদার(৪৫),৩|মজনু শেখ(৪৭),৪|খোরশেদ আলম জোয়ারদার (৪৫), ৫. দ্বীন ইসলাম মৃধা(৩৫),৬| হুমায়ুন শেখ(৩৫) দেরকে হাতেনাতে গ্রেফতার করেন।পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।