1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
August 31, 2025, 9:50 pm

পিরোজপুরে শেখ এ্যানী রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত।

রিপোর্টার:
  • সময়: Saturday, October 22, 2022,
  • 119 Time View

প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত আসনের (পিরো্জপুর) সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যৃতে তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমাবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার এর সার্বিক তত্তবধানে পিরোজপুর পৌরসভা, সদর উপজেলার, স্বরুপকাঠী উপজেলা ও নাজিরপুর উপজেলার ৪১টি মসজিদে এবং ৮টি মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ হাসান মামুন ও রাসেল সিকদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো.মামুন মোয়াল্লী।

প্রধানমন্ত্রীর চাচী ও সংরক্ষিত আসনের (পিরো্জপুর)সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয় ও মোনাজাত করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সমস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয় ও মোনাজাত করা হয়।

পিরোজপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host