পিরোজপুরে বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন।বৈষম্যমূলক ৯ম পে স্কেল ঘোষনা,অন্তর্বর্তী কালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাত প্রদান,টাইমস্কেল সিলেকশন গ্রেড পুন:বহাল।
সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়নসহ ৭দফা দাবীতে পিরোজপুর সদরে আজ ১লা অক্টোবর শনিবার বেলা ১১টায় টাউন ক্লাবের সামনে মানববন্ধন করেছে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, পিরোজপুর জেলা।
মানববন্ধনে সামসুদ্দোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,সাংগঠনিক সম্পাদক মামুন সিকদার,আহবায়ক নাজমুল হুদা মিথুন,জেলা কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুম খান, সদস্য রহমত আলী সাগর,আখিরুজ্জামান রাজু প্রমুখ।