1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
August 31, 2025, 10:44 pm

নড়াইলে বিএমএসএস কেন্দ্রীয় নেতা সাংবাদিক মিল্টনকে কুপিয়েছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা।

সিনিয়র স্টাফ রিপোর্টার
  • সময়: Friday, September 30, 2022,
  • 462 Time View

নড়াইলে বিএমএসএস কেন্দ্রীয় নেতা সাংবাদিক মিল্টনকে কুপিয়েছে চিহ্নিত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস)এর কেন্দ্রীয় ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মিল্টন শেখের উপর হামলা করে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা।

২৯সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় নড়াইলের সিংগাশেলপুরে বড়গাতি গ্রামের মৃত আলতাফ শিকদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মনিরসহ হামলাকারীরা সাংবাদিক মিল্টনের উপর এ হামলার চালায়।মিল্টন শেখ বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক,মহাসচিব মোঃ সুমন সরদার,খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাঃসম্পাদক মোঃ এনামুল হক সহ সকল নেতৃবৃন্দ।

অন্যথায় সারাদেশ ব্যাপী সাংবাদিকদের কঠোর কর্মসূচি ঘোষণা ও পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host