1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  3. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  4. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
August 31, 2025, 9:48 am
শিরোনাম :
নড়াগাতী থানার নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার গাজায় প্রায় ১৯ হাজার শিশু নিহত,হামলা তীব্রতর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনের ৮০ কর্মকর্তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র আদালতে ট্রাম্পের শুল্করীতি অবৈধ ঘোষণা,পরবর্তী ধাপ কী? ট্রাম্পের নির্দেশে কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা বাতিল চিরকাল শত্রু থাকে না,স্থায়ী শুধু স্বার্থ: ভারতের প্রতিরক্ষামন্ত্রী পাইকগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চট্রগ্রাম চন্দনাইশে অস্ত্রসহ এক যুবলীগ নেতা আটক ক্যান্সার বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-ডা:শবনম সুলতানা সহ:অধ্যাপক নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়।

মোহাম্মদ মোরশেদ আলম,-রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • সময়: Saturday, August 13, 2022,
  • 275 Time View

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়।

মানব সৃষ্টিরা যেন রক্তের অভাবে প্রাণ না হারায়” এ স্লোগান সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।গত(১১ই আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ)বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আয়োজন করে।বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগে সহায়তা করেছেন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ” রাহাতিয়া নঈমীয়া ব্লাড ডোনার এসোসিয়েশন ও রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা নবীয়া বেগম। রাহাতিয়া নঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠা এডমিন মুহাম্মদ ইমাম হোসাইন নয়ন এতে সার্বিক পরিচালনা করেন।বেলা ৯ টা থেকে ৩টা।পর্যন্ত বিদ্যালয়ের প্রায় ৩০০জন শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।

মানবতার কল্যাণ ও সামাজিক মূল্যবোধকে অক্ষুন্ন রাখার দীপ্ত শপথকে বুকে ধারণ করে ২০১৩সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক জনাব,সাজ্জাতুল ইসলাম।

উল্লেখ্য,রাঙ্গুনিয়ায় মানব সেবায় আলোড়ন সৃষ্টিকারী এই সংগঠনটি প্রতিষ্ঠিতা লগ্ন থেকে নানা সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে,
তার মধ্যে উল্লেখযোগ্যে বিনামূল্যে রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা, দুঃস্থ ও অসহায় এতিম মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজ ইত্যাদি।

রাহাতিয়া নঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ ইমাম হোসেন নয়ন বলেন,রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ,তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি।আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নেব,সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করব।বিশেষ করে,বাংলাদেশ সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিক আইডি বাধ্যতামূলক করেছেন।এবং ইউনিক আইডি তৈরি করার জন্য রক্তের গ্রুপ নির্ণয় আবশ্যক।শিক্ষার্থীদের যেন দূর্ভোগ পোহাতে না হয় সে লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host