সারা বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইলো শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা।নিজের ব্যাক্তিগত মূল্যবান সময় খরচ করে স্রোতের বিপরীতে গিয়ে দেশ,অসহায় মানুষদের জন্য কিছু করা এদের পেশা নয় নেশা হয়ে দাঁড়িয়েছে,বিনিময়ে কিছু পাওয়ার আশায় নয়,সম্পূর্ণ নিঃস্বার্থভাবে।বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা দেশের মানুষের জন্য আজ সহজে বিপদে যোগান করে দিচ্ছে ও একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এগিয়ে যাক প্রতিটা মানুষ মানবতার কল্যানে, স্বেচ্ছায় সেবার কাজের পরিধির ব্যপ্ত হোক,ধরায় নেমে আসুক মহানুভবতার ছায়া।জয় হোক প্রতিটা স্বেচ্ছাসেবী ভাই বোনদের।
আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বুড়িমারী স্বেচ্ছাসেবী সংগঠনের এক বছর পূর্ণ হল আজকে,
সংগঠনের প্রথম থেকে আছে,নুরনবী,সিয়াম,শাহ আলম নিরাব,রাব্বি,রিফাত,রুজেন,আরমান,নাইম,
মেহেরাজ,সামু,আজিম,জেবা ফারিহা,মুন,মুনতাহা, সারা জীবন অসহায় মানুষের পাশে থাকতে চাই আমরা।
সৌজন্যে---
"বুড়িমারী সেচ্ছাসেবী সংগঠন"