হবিগঞ্জের লাখাইয়ে ০১বছরের সাজাপ্রাপ্ত মোঃ ফজর আলী ওরপে ফজোল্লাকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।মঙ্গলবার(০৮ নভেম্বর)দুপুর ১২ঘটিকার সময় বামৈ বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১বছরের কারাদন্ড প্রাপ্ত জিআর এবং ১টি সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ ফজর আলী ওরফে ফজোল্লাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামের মৃত- কদর আলীর পুত্র ফজর আলী(৩৫)
লাখাই থানা পুলিশের সুত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ নুনু মিয়ার দিক নির্দেশনায় এসআই মোঃ আবিদ আলী,এএসআই আঃ কদ্দুছ,এএসআই রুবেল আহমেদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফজর আলী সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি জানান চুরি ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফজর আলী।লাখাই থানার ওসি(তদন্ত)চম্পক দাম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন।