সোনাইমুড়ীতে রুশ-বাংলা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।সোমবার বিকেলে মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রুশ-বাংলা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবদুল ওহাব লিটন।দেওটি ইউনিয়ন চেয়ারম্যান নূরুল আমিন শাকিলের সভাপতিত্বে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেওটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খাইরুল বাসার খারু, ট্রাস্টের কোষাধ্যক্ষ সুলতান মামুন সোহেল,যুবলীগ নেতা সিরাজুল ইসলাম,পারভেজ আলম,ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মাসুম বিল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন রুশ-বাংলা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে রুশ-বাংলা কল্যাণ ট্রাস্ট এলাকায় শিক্ষা,স্বাস্থ্যসেবা ও দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে।